বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতের দীর্ঘদিনের কৌশলের কারণেই ডাকসুতে জয় পেয়েছে শিবির। সংগঠন হিসেবে জামায়াত-শিবির বেশ সুসংগঠিত বলেও মন্তব্য করেন এ বিএনপি নেত্রী।
সম্প্রতি বেসরকারি টিভির এক টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। ডাকসুতে জয় পেতে শিবির ও জামায়াতের পুরনো কৌশল কাজে লেগেছে উল্লেখ করে রুমিন বলেন, ‘বিভিন্নজন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে।
সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। ছাত্রশিবির গত ১৫ বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয় তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে। ছাত্রশিবির বা জামায়াত যেটাই আপনি বলেন না কেন, তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডারভিত্তিক একটি সংগঠন। আপনি ছাত্রশিবির বা জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী—প্রত্যেকে দলের একেবারে ফোরামের বাইরে, তারা কখনোই যাবে না।
কোনো রকমেই তারা ভোট দেবে না। তাদের আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না।
জামায়াত-শিবির প্রচণ্ড কৌশলী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এই যে ওয়েলফেয়ার পলিটিকস-এর কথা আমি বলছিলাম। আমি গণমাধ্যমে দেখলাম, তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের নানাভাবে সহযোগিতা করেছে।
ফর এক্সাম্পল, প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে। তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে। স্টুডেন্টদের মধ্যে যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয়, সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদের কোচিং করিয়েছে। অর্থাৎ স্টুডেন্টদের সুখে-দুঃখে তারা আছে। একেবারে আজকে থেকে না, এটা এক বছরের প্রস্তুতি না, এটা কিন্তু জামায়াতের বহু পুরনো প্রস্তুতি।
এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন। কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে, এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন।’
রাজনীতির ধরন পাল্টে গেছে। এখন রাজনৈতিক দলগুলোকেও জনগণের জন্য কল্যাণমূলক রাজনীতির দিকে ঝুঁকতে হবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে। আপনি যদি নেপালের দিকে তাকান, আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান। ইন্দোনেশিয়ায় যেটা ঘটব ঘটব করেও ঘটল না; কিন্তু ঘটার পথে যাচ্ছিল, সেদিকে তাকান এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান। রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরতে না পারে, তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন। এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চুকাতে হবে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.