প্রেমের টানে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী রিয়া মনি (ডাকনাম রিংকি) শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছেন। সাত দিন বাংলাদেশে অবস্থানের পর শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ভারতের হাতে হস্তান্তর করা হয়।
রিয়া মনির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামে। তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দেড় বছর আগে ফেসবুকে লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার থানাপাড়ার যুবক রবির (২৫) সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
গত ৬ সেপ্টেম্বর প্রেমিক রবির সহায়তায় দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রিয়া। তবে দেশে ঢোকার পরপরই রবি তাকে এড়িয়ে যান এবং বিয়েতে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে তরুণী আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন।
রিয়া মনি সাংবাদিকদের বলেন, “রবির সঙ্গে দেড় বছরের সম্পর্ক। সে আমাকে বাংলাদেশে আসতে প্রলুব্ধ করে, কিন্তু পরে বিয়ে না করে আমাকে ফেলে চলে যায়। আমাকে প্রেমের ফাঁদে ফেলে পাচারের জন্যই এখানে আনা হয়েছিল। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
পাটগ্রাম থানার উপপরিদর্শক শাহাজাহান জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.