"দক্ষ জনশক্তি,টেকসই উন্নয়নের ভিত্তি" শ্লোগানে লালমনিরহাটে এই প্রথম শুরু হয়েছে ৩দিন ব্যাপি ক্যারিয়ার কনফারেন্স এন্ড জব ফেয়ার।
১৩ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ কনফারেন্সের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি,বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন,এই প্রজন্ম বেড়ে উঠছে আধুনিক বুদ্ধিমত্তার সহিত। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার দায়িত্ব আমাদের।
ফাউন্ডেশন ফর ইয়ুথ ডেভেলপমেন্ট (ফিড) এর আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন ফিড এর চেয়ারম্যান নাসরিন নাহার জেনেভা।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক,সংগঠনের প্রতিষ্ঠাতা এবং মহাসচিব রাকিব হাসান শোভন,কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান,ডাক্তার আবুল কাশেম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ক্যারিয়ার কনফারেন্স এন্ড জব ফেয়ারে ২শতাধিক বেকার তরুণতরুণী অংশ নেয়। এবং ৩দিনের এ জব ফেয়ারের মধ্যে দিয়ে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন প্রাইভেট সংস্থায় তাদের চাকুরী দিবে আয়োজনকারী সংগঠনটি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.