লালমনিরহাটে কোনো ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়া শুধুমাত্র মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়েছেন ১৭ জন প্রার্থী। আবেদন ফি ছিল মাত্র ১২০ টাকা। এছাড়া অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন আরও ৩ জন।
১২ সেপ্টেম্বর রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তিনি জানান, নির্বাচিতদের মধ্যে ১৫ জন ছেলে ও ২ জন মেয়ে রয়েছেন।
এসময় পুলিশ সুপার বলেন, “আমি আশা করছি নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেবে।” তিনি আরও সতর্ক করে দেন, “১২০ টাকায় আপনাদের সরকারি চাকরি হয়েছে। এ সুযোগে বিভিন্ন প্রতারক চক্র আপনাদের প্রলোভন দেখাতে পারে। কেউ যদি বলে তারা চাকরি পাইয়ে দিয়েছে, তবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। প্রতারক চক্রকে ডিবি দিয়ে ধরে জেলে দেওয়া হবে।”
জানা গেছে, চলতি জুন-২০২৫ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মোট ১ হাজার ৮৪৪ জন আবেদন করেন। প্রথম দিনে ১ হাজার ১৭৫ জন অংশ নেন, উত্তীর্ণ হন ৮৬০ জন। দ্বিতীয় দিনে অংশ নেন ৮৪১ জন, উত্তীর্ণ হন ৫০৫ জন। তৃতীয় দিনে অংশ নেন ৪৯৭ জন, উত্তীর্ণ হন ৩৬৪ জন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৬২ জন প্রার্থী, এর মধ্যে উত্তীর্ণ হন ৪৬ জন। শেষ পর্যন্ত চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১৭ জন এবং অপেক্ষমান রয়েছেন আরও ৩ জন।
চাকরিপ্রাপ্তদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈচিত্র্যও চোখে পড়েছে। নির্বাচিতদের মধ্যে একজনের বাবা নেই, ৬ জনের বাবা কৃষক, একজনের বাবা রিকশাচালক, একজনের বাবা পেশায় ড্রাইভার, একজনের বাবা এনজিও কর্মী ছিলেন (ইতোমধ্যে মারা গেছেন), আরও একজনের বাবা রিকশাচালক এবং একজনের বাবা পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন।
ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপারের সভাপতিত্বে লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে চাকরি পেয়ে নির্বাচিত প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে পড়েন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.