এশিয়া কাপ ২০২৫-এ দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা আজ মুখোমুখি হচ্ছে শক্তিশালী শ্রীলংকার। দুই দলের মধ্যকার সাম্প্রতিক লড়াইয়ের ধরণ ও পারফরম্যান্সে এটি হতে যাচ্ছে এক জমজমাট ম্যাচ।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও শ্রীলংকা মুখোমুখি হয়েছে মোট ২০ বার। পরিসংখ্যান অনুযায়ী এখনো এগিয়ে রয়েছে লংকানরা। তারা জিতেছে ১২টি ম্যাচ, বাংলাদেশ জয় পেয়েছে ৮টি ম্যাচে। তবে, সাম্প্রতিক পাঁচ দেখায় বাংলাদেশের আধিপত্যই চোখে পড়ার মতো। এই পাঁচ ম্যাচে তিনটি জিতেছে বাংলাদেশ, দুটি শ্রীলংকা। সর্বশেষ ম্যাচটি হয়েছিল ২০২৫ সালের ১৬ জুলাই, যেখানে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে দাপুটে জয় পায় টাইগাররা।
নিজেদের মাঠে শ্রীলংকা জয় পেয়েছে ৩ ম্যাচে। বাংলাদেশের ঘরের মাঠে জিতেছে ২ ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে শ্রীলংকার জয় ৬টি, বাংলাদেশের জয় ৫টি। নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলংকা জিতেছে ৩ ম্যাচে, বাংলাদেশের জয় ১ ম্যাচে।
বাংলাদেশ দলের তরুণ ডানহাতি পেসার তানজিম হাসান ম্যাচ ঘিরে আশাবাদী। তিনি স্পষ্টভাবে বলেন,“যে দলের বিপক্ষেই খেলি না কেন, জেতাটাই আসল। আমরা জেতার জন্যই মাঠে নামব।”
তিনি আরও যোগ করেন,“এশিয়া কাপের আগে আমরা শ্রীলংকার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা আছে। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলব, এবং তাদের সেরা খেলোয়াড়দের আটকে রাখার চেষ্টা করব।”
ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর মনে করছেন, বাংলাদেশ যদি আজ শ্রীলংকাকে হারাতে পারে, তাহলে তাদের সুপার ফোরে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। তার ভাষায়, “বাংলাদেশ একটা ম্যাচ ইতোমধ্যেই খেলে ফেলেছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। শ্রীলংকার জন্য এটা প্রথম ম্যাচ। এ কারণেই আমি মনে করি ম্যাচটা বাংলাদেশের জন্য কিছুটা সহজ হবে।”
তবে তিনি বাংলাদেশকে কিছুটা সতর্কও করেছেন। পরিসংখ্যান অনুযায়ী শ্রীলংকা এখনো এগিয়ে রয়েছে। তবুও, সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ জিততে পারে বলে মত দিয়েছেন তিনি।
“আপনি কখনই বাংলাদেশকে সুপার ফোরের হিসেবের বাইরে রাখতে পারবেন না।”— বলেছেন জাফর।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.