ঠাকুরগাঁওয়ে সাপে ছোবলে সঙ্গীতা রায় (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সঙ্গীতা রায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে এবং লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানান, “মাথার ওপরের অংশে সাপের কামড় ছিল। পরিবারের লোকজন প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঔঝার ঝাঁড়ফুকে সময় নষ্ট করেছেন। শেষ সময়ে হাসপাতালে আনার কারণে মেয়েটিকে প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।”
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। মাথায় কামড়ানোয় প্রথমে বিষয়টি স্পষ্ট বোঝা যায়নি। স্থানীয়ভাবে বিষ নামানোর চেষ্টা ব্যর্থ হলে সকাল ৯টার দিকে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়। পরে বিকেলের দিকে সঙ্গিতা রায়ের শেষকৃত্য সম্পন্ন করে পরিবারের লোকজন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.