আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন তিনি। একই দলের হয়ে খেলবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর একই সঙ্গে মাঠে দেখা যাবে সাকিব-মাহমুদউল্লাহকে।
বাংলাদেশের জার্সিতে তারকা এই দুই ক্রিকেটার খেলেছেন দীর্ঘ সময়। দলের বিপদে হাল ধরেছেন বহুবার। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব-মাহমুদউল্লাহকে আর দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি লিগের সুবাদে আবারও একই সঙ্গে মাঠে দেখা যাবে তাদের।
আটলান্টা ওপেন টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা। তাকে ‘স্টার’ আখ্যা দিয়ে তারা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড। মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন।’
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিয়াদ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ান এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন ১৪১টি ম্যাচ, রান করেছেন দুই হাজার ৪৪৪, গড় ২৩.৫০। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক টুর্নামেন্টটি আগামী ৭ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতায় ৬টি দল অংশ নেবে। এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের ঘরোয়া টুর্নামেন্ট।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.