লালমনিরহাটে রোগীর মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। আহত রোগী বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশন মোড়ে জামান কমপ্লেক্সের একটি ভাড়া করা রুমে এ ঘটনা ঘটে। সেখানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন দন্ত চিকিৎসক রাশেদ জামান।
আহত রোগী হলেন সাপ্টীবাড়ী ইউনিয়নের চওড়াটারী গ্রামের মজিদুল ইসলাম (৩৮)। মজিদুলের স্ত্রী জানান, প্রতি মাসে দাঁত ওয়াশ করার নামে চিকিৎসক রাশেদ জামান দুই হাজার টাকা নিতেন। কিছুদিন পর আবার ব্যথা শুরু হলে শনিবার পুনরায় চিকিৎসা নিতে গেলে ডাক্তার প্রথমে উত্তেজিত হয়ে পড়েন। পরে সামনে থাকা ওয়েট পেপার (পাথরের টুকরা) দিয়ে মাথায় আঘাত করেন। এতে মজিদুলের মাথা ফেটে রক্ত ঝরে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা রোগীর মাথা থেকে রক্ত ঝরতে দেখেছেন। এরপর রোগীর স্ত্রী তাকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান।
খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে চেম্বারের দরজায় তালা ঝুলতে দেখা যায়। স্থানীয়রা জানান, রোগীকে আঘাত করার পর চিকিৎসক দ্রুত তালা মেরে সরে পড়েন।
রাশেদ জামান নিজেকে লালমনিরহাটের রিস ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চেম্বারের বাইরে নেমপ্লেট ঝুলিয়েছিলেন। তবে তার মোবাইল নম্বরে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী ইসলাম বলেন, "রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.