নীলফামারী জেলা বিএনপির অধীনে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) রাতে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখার সিদ্ধান্তক্রমে নীলফামারী জেলা বিএনপি এর অধীনে সকল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং ইউনিয়ন ও ওয়ার্ড বি.এন.পি এর কমিটি সমূহ বিলুপ্ত করা হলো।
এ বিষয়ে নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, ‘জেলার অধীন সব পর্যায়ের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি উপজেলার যাবতীয় বিষয় দেখাশোনা করবে। পরবর্তী সময়ে সব পর্যায়ের ইউনিটগুলোকে কর্মীবান্ধব করে ঢেলে সাজানো হবে। আর কমিটিগুলোতে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.