বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপি’র দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ পৌর এলাকা ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে এই আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপি এর দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান করছে এবং এর ফলে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে; সেহেতু আমি রাজ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুন্দরগঞ্জ, গাইবান্ধা আমার উপর অর্পিত ক্ষমতাবলে আগামী ০৩/০৯/২০২৫ খ্রি: তারিখ সকাল ৬.০০ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা এবং তার আশে পাশের এলাকায় ঞযব ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করলাম। এই সময় উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ আদেশ অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখ আমার দাপ্তরিক সীলমোহর ও স্বাক্ষরে জারি করলাম।
উল্লেখ্য বিএনপির সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি ও পৌর বিএনপির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ পৌর এলাকায় দুই গ্রুপ পরস্পর বিরোধী কর্মসূচি গ্রহন করায় এবং একে অপরকে প্রতিহত করার ঘোষনা দেওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মঙ্গলবাল রাত সাড়ে ১১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুই গ্রুপের সাথে সমঝোতার চেষ্টা করে ব্যার্থ হয় প্রশাসন। যে কারণে জনস্বার্থে সুন্দরগঞ্জ পৌর এলাকা ও তার আশপাশে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.