পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের পাশে খড়ির ঘরে তাস খেলা নিয়ে দ্বন্দ্বে রফিকুল ইসলাম ডুবু (৬৩) নামের এক নিরাপত্তা প্রহরীকে হত্যা মামলার প্রধান আসামি আরমান ইসলাম আমজাদকে (২৫) হত্যার প্রায় এক মাস পর গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
তিনি জানান, সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকায় শ্বশুরবাড়ি থেকে আরমানকে গ্রেফতার করা হয়। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত মাসের ৪ আগস্ট গভীর রাতে টুনিরহাট বাজারের পাশে খড়ির ঘরে তাস খেলা নিয়ে বিরোধের একপর্যায়ে আরমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বৃদ্ধ রফিকুল ইসলাম ডুবু। প্রথমে রফিকুল আঘাত করলেও, পরে আরমান কাঁচি দা দিয়ে রফিকুলের গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান।
পরদিন ৫ আগস্ট সকালে স্থানীয়রা খড়ি ঘরের পাসে রফিকুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে সাজ্জাদ হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার জানান, গোয়েন্দা তদন্তের ভিত্তিতে হত্যার প্রায় এক মাস পর মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.