ঝিনাইদহের গাড়াগঞ্জ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্র ব্যাংকের ভল্ট ভেঙে নগদ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়।
বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। ব্যাংক সংশ্লিষ্টদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ব্যাংকের ওই শাখা থেকে ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা খোয়া গেছে।
পুলিশ জানায়, শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশের মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা ব্যাংকের ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.