মেসির নেতৃত্বে আবারও লিগস কাপে শিরোপার স্বপ্ন বুকে নিয়ে এগোতে শুরু করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন এই তারকার জোড়া গোলে তারা অরল্যান্ডো সিটিকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি।
ম্যাচের প্রথম লিড নিয়েছিল সফরকারী অরল্যান্ডোই। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মায়ামি। মেসির জোড়া গোলের পাশাপাশি তেলাস্কো সেগোভিয়ার এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। আগামী ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ এলএ গ্যালাক্সি কিংবা সিয়েটল সাউন্ডার্স এফসি।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ৪৫+১ মিনিটে মার্কো পাসালিচ অরল্যান্ডোকে এগিয়ে দেন। এরপর মেসি ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এর আগে, ৭৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডেভিড ব্রেকালো মাঠ ছাড়েন, ফলে অরল্যান্ডো সিটি দশ জনের দলে পরিণত হয়।
মেসি ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ৮৮ মিনিটে। জর্ডি আলবারের সঙ্গে বল বিনিময় করে তিনি বেশ কয়েকজন প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। এতে মায়ামি ২-১ গোলে এগিয় যায়। এরপর ৯০+১ মিনিটে সেগোভিয়ার গোলে মায়ামির ব্যবধান আরও বেড়ে যায়।
উল্লেখ্য, ৩-১ গোলের এই জয় লিগস কাপের ফাইনালের পাশাপাশি ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.