লালমনিরহাট সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের (২০২৪-২৫) শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখা। রবিবার (২৬ আগস্ট) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালিহিন এবং সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম লিজু। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহের ও লালমনিরহাট-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন মেধাবী শিক্ষার্থী হওয়া সম্ভব। সঠিক বন্ধু নির্বাচন, সুপরিকল্পিত জীবনযাপন এবং বড় স্বপ্ন দেখার মাধ্যমে আগামীর ভবিষ্যৎ ও ক্যারিয়ার গঠন সহজ হবে। তাঁরা শিক্ষার্থীদের বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির দিকেও বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীরা জানান, ইসলামী ছাত্রশিবিরের প্রদত্ত ক্যারিয়ার গাইডলাইন অনুসরণ করলে তাদের ভবিষ্যৎ পথচলা আরও সুন্দর ও সহজ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বরকত উল্লাহ, অফিস বিষয়ক সম্পাদক মুহসিন আল-কারিম, সরকারি কলেজ শাখা সভাপতি নাসির উদ্দিনসহ সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.