লা লিগায় মৌসুমের দুর্দান্ত শুরু অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে নবপ্রমোত ওভিয়েদোর মাঠে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ওসাসুনার বিপক্ষে আগের ম্যাচে একমাত্র গোল করা ফরাসি তারকা এবারও ছিলেন রিয়ালের ত্রাতা। যোগ করা সময়ে গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়রও।
ফলে মৌসুমের প্রথম দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট তুলে নিয়েছে ‘লস ব্লাঙ্কোস’।
কোচ জাবি আলোনসো এই ম্যাচে কিছু চমক দেখান। আগের ম্যাচে শুরুর একাদশে থাকা ইংলিশ তারকা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে ও ভিনিকে বসান বেঞ্চে। ডানপাশে খেলান দানি কারভাহালকে।
আর লেফট উইংয়ে সুযোগ দেন রদ্রিগোকে। ১৮ বছর বয়সি আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতোনো প্রথমবার ছিলেন শুরুর একাদশে। তবে সুযোগ পেয়ে নজর কেড়েছেন তার প্রাণবন্ত পারফরম্যান্সে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মাদ্রিদ।
রদ্রিগো ও এমবাপ্পে সুযোগ নষ্ট করলেও প্রথমার্ধে বিরতির আগে আর্দা গুলেরের দারুণ পাস থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা পায়নি ওভিয়েদো। ৮১তম মিনিটে কওয়াসি সিবো সহজ সুযোগ নষ্ট করেন। এর পরই পাল্টা আক্রমণে ভিনিসিয়ুসের পাস থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করেন। শেষ মুহূর্তে ভিনিসিয়ুস নিজেও গোল করে জয় নিশ্চিত করেন ৩-০ ব্যবধানে।
রিয়ালে প্রথম মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েছিলেন এমবাপ্পে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। গত মৌসুম থেকে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল দাঁড়াল ৪৭-এ। যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই সময়ের মধ্যে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.