দিনাজপুরের রাণীগঞ্জে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসী ও আহতদের পরিবারবর্গ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার সকাল ১১টায় ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন ফ্যাসিস্ট সরকারের দোসর সন্ত্রাসী নাঈমুল ইসলাম শুভ ও রাসিব ইসলাম সজীবসহ তাদের সহযোগীরা বিনা অপরাধে হত্যার উদ্দেশ্যে ধারালো ট্রিপ চাকু দ্বারা মোঃ জাহিদ ইকবাল, ফিরোজ আলম, মিজানুর রহমান ও রাজীবকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে এলাকায় আতঙ্ক ও অরাজকতা ছড়িয়ে পড়বে।
মানববন্ধনে ভিকটিমদের পরিবারবর্গ ছাড়াও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ঘটনায় গত ১২ আগস্ট আহতদের পরিবার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.