নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো ওই এলাকার খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১২) ও শফিকুল ইসলামের ছেলে সাইমুন বাবু (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে সোহাগ ও সাইমুন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেটেন বাবু বলেন, শিশু দুজন বাড়ির কাউকে কিছু না জানিয়ে গোসল করতে গিয়েছিল। ক্যানেলের পানি বেশি থাকায় তারা ডুবে মারা যায়।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.