জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু হচ্ছে সিলেটে। ঢাকায় প্রথম ধাপের প্রশিক্ষণ শেষে গতকাল মঙ্গলবার রাতে সিলেটে পৌঁছান খেলোয়াড়রা। আজ বুধবার থেকে তারা শুরু করবেন মাঠভিত্তিক অনুশীলন।
গত ৬ থেকে ১৭ আগস্ট পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রশিক্ষণ শিবির চলেছিল। সেখানে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন।
সিলেটে এই ক্যাম্পে মোট ২১ জন ক্রিকেটার অংশ নেবেন। আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ পর্ব। প্রতিদিন দুটি সেশনে অনুশীলন করা হবে - প্রথমটি বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ২৪ ও ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিমুলেশন সেশনের। এরপর ২৬ আগস্ট দলকে দুটি ভাগে ভাগ করে একটি অনুশীলন ম্যাচ খেলা হবে।
উল্লেখ্য, নেদারল্যান্ডস দল বাংলাদেশ সফরে আসছে আগামী ২৬ আগস্ট। সিলেটে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণার পর বাকি ক্রিকেটাররা সিলেট ক্যাম্প ছাড়বেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.