দোকানে বাকি না দেওয়ায় গুলি করা নাপিতের বাজারের সেই গোলাপের পিস্তল গুলি উদ্ধার।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাটির নিচ থেকে একটি পিস্তলসহ চার রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এর মধ্যে দুই রাউন্ড গুলির খোসা ছিল।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।
জানা গেছে, গোলাপ প্রামাণিক নামের এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা হয়। বুধবার (১৯ আগস্ট) এ আসামি গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর হয়। তখন আদালতে থাকাকালে কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা আসামির সঙ্গে কথা বলেন।
তার দেওয়া তথ্যে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর অভিযান চালিয়ে বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পিছনে মাটির নিচ থেকে দুই রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড খোসা গুলি ও একটি পিস্তল জব্দ করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গুলি ও পিস্তল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.