ক্রিকেট মূলত ব্যাটসম্যানদের খেলা বলেই পরিচিত। তবে বোলাররাও তাঁদের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেরা ডেলিভারিতে প্রতিপক্ষ ব্যাটারদের ফাঁদে ফেলেন, উইকেট তুলে নেন, এবং দলকে জয়ের পথে এগিয়ে দেন।
টেস্ট ক্রিকেটের মতো ধৈর্যের খেলায় এমন বোলারও আছেন, যারা এক ইনিংসে প্রতিপক্ষের ১০টি উইকেটই তুলে নিয়ে বিরল কীর্তি গড়েছেন। এ রেকর্ড গড়তে পেরেছেন মাত্র তিনজন—ইংল্যান্ডের জিম ল্যাকার, ভারতের অনিল কুম্বলে এবং নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।
ইংল্যান্ডের জিম ল্যাকার ছিলেন টেস্ট ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট নেওয়া প্রথম বোলার। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে এই অসাধারণ কীর্তি গড়েন তিনি।
প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট নিজের ঝুলিতে পুরেন ল্যাকার। সেই ইনিংসে তিনি ৫১.২ ওভার বল করে মাত্র ৫৩ রান দিয়ে ১০ উইকেট নেন। তার দাপটে অস্ট্রেলিয়া অলআউট হয় ২০৫ রানে, এবং ইংল্যান্ড জেতে ইনিংস ও ১৭০ রানের বিশাল ব্যবধানে।
১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলে ইতিহাস গড়েন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তিনি একাই গুঁড়িয়ে দেন।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার বল করে পাকিস্তানের ১০ উইকেট তুলে নেন কুম্বলে। তার অসাধারণ পারফরম্যান্সে ভারত ম্যাচটি জেতে ২১২ রানের বিশাল ব্যবধানে।
সবশেষে এই তালিকায় নাম লেখান নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট তুলে নেন তিনি।
৪৭.৫ ওভার বল করে ১১৯ রান দিয়ে ভারতের প্রথম ইনিংসের সবকটি উইকেট নেন আজাজ। তবে দুর্ভাগ্যবশত, তাঁর এই অসাধারণ কীর্তি নিউজিল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। নিউজিল্যান্ড ম্যাচটি হারে ৩৭২ রানের বিশাল ব্যবধানে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.