অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করায় গর্বিত ফুটবলার মোছা: মুনকি আক্তারকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।
রবিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রাজিব আহসান, মুনকি আক্তারের কোচ শরিফুল ইসলাম ও আইউব আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী পরিচালক আবদুস সালাম শিকদার, জেলা ক্রীড়া কর্মকর্তা একরাম হোসেন এবং জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিসুর রহমান লাডলা।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে মুনকি আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও পাঁচ হাজার টাকা সম্মানি প্রদান করা হয়। পাশাপাশি সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে।
সংবর্ধনা শেষে মুনকি আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, “লালমনিরহাট একটি অবহেলিত জেলা। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, পাটগ্রামে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক।”
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, মুনকি আক্তারকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “আমরা চাই মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক। ইতোমধ্যে মুনকি আক্তারের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.