জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্য একজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার (১৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে, আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৭ আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুস সামাদ, মিজান নামে এক ব্যক্তি এবং খুলনার শিক্ষার্থী নাঈম শিকদার সাক্ষ্য দেন।
এছাড়া, আশুলিয়ায় আন্দোলনকালে ৬টি লাশ পোড়ানোর ঘটনায় জীবিত উদ্ধার হওয়া শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা ট্রাইব্যুনালে বক্তব্য রাখেন। তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরসহ অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেন।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.