বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘ প্রতীক্ষিত ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। তিনি জানিয়েছেন, বিদ্যমান বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা না থাকায় তা আয়োজন সম্ভব হচ্ছে না। তবে আইন সংশোধন হলে আসন্ন নভেম্বরেই নির্বাচন আয়োজন করা যাবে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিসি বলেন, “নির্বাচনের জন্য গঠনতন্ত্র ছাড়া রোডম্যাপ ঘোষণা রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল। যেহেতু সরকারি গেজেট অনুমোদন হয়নি, তাই সরাসরি রোডম্যাপ দেওয়া যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন সংশোধনের উদ্যোগ নিলে এবং রাষ্ট্রপতির অনুমোদন পেলে নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
তিনি আরও জানান, এ বিষয়ে ইউজিসিকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প দেখছে না।
এদিকে, রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেন। তাদের হাতে ছিল নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড— “জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা”, “এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি”, “সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সেদিন দূর হয়েছে”, “ছাত্র সংসদ আমাদের অধিকার”।
আন্দোলনকারীরা জানান, গত ১২ আগস্ট প্রশাসনকে পাঁচ দিনের সময়সীমা দিয়ে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর কোনো ঘোষণা না আসায় তারা অনশনে বসতে বাধ্য হয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.