রাজনীতিবিদদের অতিমাত্রায় ক্ষমতালোভী হওয়ার প্রবণতাকে সমর্থন না করার কথা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (১৬ আগস্ট) সকালে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর শিবির আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্রে গণমাধ্যম কর্মী, রেমিট্যান্স যোদ্ধা, অনলাইন অ্যাক্টিভিস্টসহ অনেক স্টেকহোল্ডারের অবদান ছিল। অথচ ঘোষণাপত্রে তা উল্লেখ করা হয়নি। এতে আমরা আশাহত হয়েছি।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবারগুলো নির্বাচন চায়, তবে তার আগে গণহত্যার বিচার দেখতে চায়। সংস্কার ও ন্যায়বিচার ছাড়া রাজনীতিবিদদের ক্ষমতার লোভ গ্রহণযোগ্য নয়।”
শিবির সভাপতি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো গত এক বছরে ‘জুলাই স্পিরিট’ ধরে সংস্কার করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “রাজনীতিবিদরা বিদ্যমান ফ্যাসিবাদের কাঠামো ভেঙে নতুন কাঠামো গড়ার পরিবর্তে আবারও ক্ষমতার দ্বন্দ্বে নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে।”
অনুষ্ঠানে মহানগর শিবির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমীর এটিএম আজম খানসহ অন্যান্য নেতারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.