রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক ছাত্রীকে তার ব্যক্তিগত কক্ষে ডেকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা গত ১৩ আগস্ট বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম।
অভিযোগে বলা হয়েছে, ক্লাসে উপস্থিতির বিষয়ে জানতে শিক্ষার্থী ওই শিক্ষকের চেম্বারে গেলে তিনি অন্য একদিন আসতে বলেন। পরবর্তীতে ছাত্রী আবার গেলে তাকে পরীক্ষার প্রশ্ন দিয়ে কেবল খাতায় লিখতে বলেন এবং ছবি তুলতে নিষেধ করেন। এ সময় অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থীর শরীরে অশোভন স্পর্শ করেন ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেন। ঘটনার পর থেকে শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ট্রমার মধ্যে রয়েছেন।
সহপাঠীরা জানান, ওই ছাত্রীকে ইতোমধ্যেই একজন মনোবিজ্ঞানীর কাছে নেওয়া হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত শিক্ষক অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে তাৎক্ষণিকভাবে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করলেও সাড়া দেননি।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “অভিযোগ তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। তাদের দ্রুততম সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.