আজ (শনিবার) সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন এবং শিষ্টের লালনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। হিন্দু পুরাণে বর্ণিত আছে, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে বিনাশ করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সর্বদা শুভশক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। তার আদর্শ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে সুদৃঢ় করবে, যা বৈষম্যমুক্ত ও সম্প্রীতিপূর্ণ নতুন বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
এদিকে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল ৮টায় দেশ ও জাতির কল্যাণ কামনায় গীতাযজ্ঞ হয়েছে, বেলা ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে। রাজধানীর ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলটি বিকেল ৩টায় পলাশীর মোড়ে উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.