ইসরাইলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক দল ওজামা ইয়েহুদিত বা ইহুদি শক্তি পার্টির আরও দুই মন্ত্রীও পদত্যাগ করেছেন। এই পদত্যাগের খবরটি আসে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই, যদিও যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল, তবে তা এখনও কার্যকর হয়নি।
ওজামা ইয়েহুদি পার্টি এখন থেকে ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না, তবে তারা জানিয়েছে, তারা নেতানিয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না। তবে, এই দলটি ইতামার বেন গভিরের নেতৃত্বে যুদ্ধবিরতির চুক্তিকে একটি "বেপরোয়া চুক্তি" হিসেবে অভিহিত করেছে এবং এই চুক্তি কার্যকর হলে গাজার কৌশলগত এলাকা থেকে ইসরাইল সেনাদের প্রত্যাহারের পাশাপাশি হামাসের অপরাজিত থাকা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছে।
১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। তবে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, গাজায় প্রথম ধাপে মুক্তি পাওয়া জিম্মিদের তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।
নেতানিয়াহু ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা প্রদান করে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.