দিনাজপুরে শুরু হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে শহরের ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সাবেক জেলা দলের ফুটবলার ও ক্রীড়া সংগঠক কাজী মাহমুদ হোসেন লিটু, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ মজুমদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু প্রমুখ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় রয়েছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু।
আট দলের অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাসিমপুর একাদশ ও বড়মাঠ একাদশ। প্রথমার্ধে মাসিমপুর একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বড়মার একাদশ সমতায় ফেরে। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৯-৮ গোলে জয় পেয়ে ম্যাচ জিতে নেয় মাসিমপুর একাদশ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.