ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের শীবগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতে ওই এলাকার মধ্য পারপুগী গ্রামের মাদক ব্যবসায়ী মনজুর রহমান ও ইউনুস আলীর বসবাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল।
আটককৃতরা হলেন, মধ্য পারপুগী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মনজুর রহমান (২৭) ও একই গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ইউনুস আলী (৩২)।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরের শীবগঞ্জ মধ্য পারপুগী এলাকার মনজুর রহমান ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় মনজুর রহমানের বাড়ি থেকে ৩৫ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হিরোইন এবং একটি বাটন মোবাইল ফোন ও ইউনুস আলীর বাড়ি তল্লাশি করে ৯১ পিচ ইয়াবা, নগদ ৫৩ হাজার ৯৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোরশালিন তুরাগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনজুর রহমানের বিরুদ্ধে মামলা ও ইউনুস আলীকে ৬ মাসের কারাদণ্ড দেয়।
এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ালে আলম খান বলেন, আজ ভোর রাতে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.