আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি সতর্ক করে বলেন, "যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বয়কট করবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।"
সালাহউদ্দিন আহমদ গুলশানের একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "এ ঘটনায় যদি সত্যিই কোনো উপদেষ্টা জড়িত থাকেন, তা জনগণের সামনে স্পষ্ট করা উচিত। তদন্ত না হলে এ নিয়ে আরও প্রশ্ন উঠবে।"
গত বুধবার (১৩ আগস্ট) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বাগছাসের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও। তাতে তিনি দাবি করেন, একজন উপদেষ্টার সঙ্গে গুলশানের একটি হোটেলে সাক্ষাৎ হয়েছিল। তবে পরদিন জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, এ স্বীকারোক্তি জোর করে আদায় করা হয়েছে।
গুলশান চাঁদাবাজি মামলায় ইতিমধ্যে বহিষ্কৃত ছাত্রনেতা জানে আলম অপুসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদ, মুন্না, সিয়াম ও সাদাবসহ আরও কয়েকজনকে আটক করা হয়। প্রাপ্তবয়স্ক আসামিরা currently রিমান্ডে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় তদন্ত গতি পেয়েছে, তবে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে জবরদস্তির দাবি তদন্তের গতিকে নতুন মোড় দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.