বিভিন্ন নাটকীয় ঘটনার পর ভেঙেই গেল হিরো আলম-রিয়া মনির সংসার। গত সপ্তাহে রিয়া ও ম্যাক্স অভিকে একসঙ্গে কক্সবাজারে ঘুরতে দেখা যায়। তাঁদের দুইজনের ঘুরে বেড়ানোর ছবি- ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করেন আলম। দুইজনের সম্পর্কের টানাপোড়েনের জেরে গত ৭ আগস্ট একটি পোস্টে রিয়া জানান তিনি আলমকে ডিভোর্স দিয়েছেন।
ওই পোস্টে আলমের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তোলেন রিয়া। স্ত্রীর ডিভোর্সের ঘোষণায় আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন আলম বিষটি এক পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছিলেন। এমনকি কখন জানায়া হবে সেটাও জানান তিনি।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম বলেন, ‘আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।’
তবে সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এলেন দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আলম। পরিবার এবং সন্তানদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেন তিনি। আত্মাহত্যার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিক অন্য একটি পোস্টে আলম বলেন, ‘আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিল।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.