লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে কাশিপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা বস্তা তল্লাশি করে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.