বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, "চাহিদা ও সরবরাহের পরিস্থিতি বিবেচনা করে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত নয়, ব্যবসায়ীরা যেকোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে পারবেন।"
বাণিজ্য উপদেষ্টা আরও উল্লেখ করেন, "আমাদের মূল লক্ষ্য হলো বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল করা এবং সরবরাহ বাড়ানো। তাই যেখান থেকে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ আমদানি করা যায়, সেখান থেকেই আমদানির অনুমতি দেওয়া হবে।"
গত কয়েকদিন ধরে ঢাকার বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়ছে। মাত্র এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। তবে আমদানির সুনির্দিষ্ট সময় ও পরিমাণ এখনো জানানো হয়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.