“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে শুরু হয়েছে সাতদিনব্যাপী জেলা বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয় রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপ বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ, রংপুর) মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম (ভারপ্রাপ্ত) বন কর্মকর্তা মো. সাদিকুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
মেলায় মোট ২৮টি স্টল বসানো হয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ফুল, ফল ও ঔষধি গাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন এবং বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা উদ্বোধনী বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পরিকল্পিত বনায়নের মাধ্যমে শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব।
মেলার আয়োজকরা জানান, আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে। এ সময়ে গাছপ্রেমীরা স্বল্প মূল্যে মানসম্মত চারা সংগ্রহের সুযোগ পাবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.