রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। সরকারের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী ভোটের দিকেই এগুচ্ছে ইসি। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করছে নির্বাচন কমিশন। এ কাজে কারিগরী সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি - ইউএনডিপি।
আজ রোববার সকালে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ৬ মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ শেষ করতে চায় ইসি। সব ভোটারের তথ্য স্বচ্ছতার সাথে যাচাইয়ের মাধ্যমে ভোটার তালিকা নিয়ে সন্দেহ দূর হবে বলেও প্রত্যাশা তার। চলতি বছরের মাঝামাঝির মধ্যে বিএনপির ভোট দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের মাঝে ঢুকতে চায় না ইসি। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ইসি বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, এটি পুরো জাতির প্রত্যাশা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, নির্বাচনে সহায়তা করার বিষয়ে রাজনৈতিক দলসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনা করছে ইউএনডিপি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.