বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে মাঠের বাইরেও চলছে জোরদার তৎপরতা। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দলের বিরুদ্ধে বকেয়া অর্থ আদায়ে এবার আইনি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজি ও স্পনসরদের কাছ থেকে বোর্ডের প্রাপ্য অর্থ না আসায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার বিসিবির এক সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, "আমরা সম্প্রতি কয়েকটি আসরের বকেয়া অর্থের হিসাব পর্যালোচনা করেছি। যেসব ফ্র্যাঞ্চাইজি ও স্পনসর তাদের দায়িত্ব পালন করেনি, তাদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে।"
তিনি আরও জানান, শুধু তালিকা তৈরি করেই বসে থাকছে না বিসিবি। বকেয়া অর্থ আদায়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। মিঠু বলেন, "আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করছি। এ ছাড়া, আগে থেকে চুক্তিভঙ্গের কারণে যেসব সালিশি মামলা চলমান ছিল, সেগুলোও দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে।"
বিপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন ধরে বোর্ডের অর্থ পরিশোধে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে। এতে করে বিসিবির আর্থিক ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি টুর্নামেন্টের সুনামও ক্ষুণ্ন হচ্ছে। এশিয়ার অন্যতম বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আর্থিক স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় এবার কঠোর অবস্থান নিতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড।
বিসিবির এই সিদ্ধান্ত বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। আগামী দিনে বকেয়া আদায় ও চুক্তি শর্ত পূরণে ফ্র্যাঞ্চাইজি মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.