পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজম এখন আর কোনো ফরম্যাটেই দলের নেতৃত্বে না থাকলেও তার সতীর্থদের কাছে তিনি এখনও 'ক্যাপ্টেন'। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে এই সম্পর্কেরই স্বাক্ষর রাখলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
ম্যাচের এক পর্যায়ে বাবরকে 'ক্যাপ্টেন' সম্বোধন করে চিৎকার করেই সবাইকে চমকে দেন রিজওয়ান। ইনিংসের অষ্টম ওভারে শর্ট কভারে ফিল্ডিং করছিলেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কেসি কার্টি সেদিকে শট খেলতেই রিজওয়ান চিৎকার করে বললেন, 'ক্যাপ্টেন, সেভ করো!' বাবরও দ্রুত সাড়া দিয়ে বল থামিয়ে দেন।
ম্যাচ শেষে রিজওয়ান সাংবাদিকদের বলেন, "বাবর ভাই আমাদের জন্য সবসময় অনুপ্রেরণাদায়ক। তিনি নেতৃত্বে থাকুন বা না থাকুন, আমাদের চোখে তিনি সবসময়ই ক্যাপ্টেন।"
উল্লেখ্য, বাবর আজম ২০২০ সালে পাকিস্তান দলের সকল ফরম্যাটের অধিনায়কত্ব পান এবং টানা তিন বছর দায়িত্ব পালন করেন। ২০২৩ বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করলেও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও দায়িত্ব নেন। তবে দল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়লে তিনি স্থায়ীভাবে অধিনায়কত্ব ছাড়েন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে বাবর ও রিজওয়ান দুজনেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাবর করেন ৪৭ রান (৬৪ বল), রিজওয়ান করেন ৫৩ রান (৬৯ বল)। তাদের এই পার্টনারশিপ পাকিস্তানকে ৫ উইকেটে জয় এনে দেয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.