রংপুরের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে গঠিত এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এই কর্মসূচিতে অংশ নেন।
রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। তাদের অভিযোগ—বিদ্যালয়ের একটি প্রভাবশালী মহল, বরখাস্ত হওয়া এক প্রাক্তন প্রধান শিক্ষককে সামনে রেখে অবৈধ এডহক কমিটি গঠন করেছে।
বক্তারা জানান, ওই শিক্ষক পূর্বে প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এডহক কমিটি বাতিল করে যোগ্য ও ন্যায়সঙ্গত পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান। তারা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.