রাজধানী ঢাকার গাজীপুরে দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে (৩৭) হত্যা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পঞ্চগড় জেলা সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
রবিবার (১০আগস্ট) বেলা ১১টার দিকে সম্মিলিত সাংবাদিক ফোরাম পঞ্চগড় ব্যানারে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, বিজয় টিভির ইনসান সাগরেদ, বাংলাদেশ বাসস পঞ্চগড় প্রতিনিধি আবু নাঈম, বাংলাভিশন জেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক তানবিরুল বাড়ি নয়ন প্রমুখসহ বিভিন্ন কাগজ পত্রিকা, প্রিন্ট পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য ও প্রতিনিধিরা
এসময় বক্তারা বলেন, সারা দেশে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা গুম, নির্যাতন, হত্যা, হামলা, মামলাসহ নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছে। এসব নিপীড়ন প্রতিহত করতে হলে সাংবাদিকদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আমরা আগেও দেখেছি সাগর-রুনি হত্যা মামলার বিচার আজ পর্যন্ত শেষ করতে পারেনি বিগত সরকার। বিগত ও বর্তমান সময়ে যে সকল সাংবাদিক নিহত হয়েছেন তাদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ শুরু করতে হবে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। সাংবাদিকদের সুরক্ষার জন্য আলাদা আইন প্রণয়ন করতে হবে। সকল খুনিদের আইনের আওতায় আনাসহ যত দ্রুত সম্ভব বিচারের দাবি জানান। এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোরভাবে দমনের অনুরোধ জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.