লালমনিরহাট-এর স্থানীয় পত্রিকা 'সাপ্তাহিক আলোর মনি'-পত্রিকার নির্বাহী সম্পাদক কবি হেলাল হোসেন কবিরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেদম পিটিয়ে হত্যা চেষ্টা করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। এঘটনায় তিনি ও তার মা আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার ৯ আগষ্ট রাত আটটার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা ঢঢগাছ এলাকায় এই ঘটনাটি ঘটে। হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হলে রাতেই সোহরাব আলী (৪৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সোহরাব আলী একই এলাকার মকবুল হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায় সাংবাদিক হেলাল হোসেন কবির তার পেশাগত দায়িত্ব পালনের জন্য নিজ বাড়ি থেকে বের হলে শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এজাহারে বলা হয়, হামলাকারীরা তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে এবং তার পকেট থেকে ১৭,৩০০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ধারালো ছোরা দিয়ে তার গলায় আঘাত করা হলে তিনি গুরুতর রক্তাক্ত ও জখম হন। তার মা মোঃ ছামছুন্নাহার বেগম লুসি তাকে বাঁচাতে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়।
স্থানীয়দের সহায়তায় আহত হেলাল হোসেন কবির ও তার মাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করেন, যেখানে ১১ জন আসামির নাম উল্লেখ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও জিডি করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।
এর আগেও ২০১৩ সালে এই সাংবাদিক হেলাল কবিরকে জবাই করে হত্যার চেষ্টা করেছিলো দুর্বৃত্তরা।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে জানান যে, এজাহার প্রাপ্তির পর দ্রুত তদন্ত শুরু করেছি এবং এরই ফলস্বরূপ প্রধান আসামি মোঃ সোহরাব আলীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.