প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কমিশনের হুঁশ থাকা পর্যন্ত কোনো কার্যক্রম আইন ও বিধিবিধান ছাড়া বাঁকা পথে যাবে না।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির আহ্বান জানিয়ে বলেন, যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন।
তিনি উল্লেখ করেন, অনেকেই এখন আর ভোট দিতে যান না, মনে করেন ‘আমার ভোট তো কেউ না কেউ দিয়ে দেবে’। এই মানসিকতা দূর করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য সচেতনতা বৃদ্ধি জরুরি, যেখানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “অস্ত্রের চেয়ে এখন এআই-এর অপব্যবহার বড় চ্যালেঞ্জ। প্রশিক্ষণ ও নৈতিকতার অভাবে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াচ্ছে, যা জনমনে ভুল বোঝাবুঝি তৈরি করছে। যাচাই ছাড়া এসব শেয়ার না করার অনুরোধ করছি।”
তিনি জানান, অতীতে নির্বাচনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না রাখার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সিইসি তিন দিনের সফরে রংপুরে এসে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.