বলিউডে এখন সবচেয়ে আলোচিত নাম 'সাইয়ারা'। কোনো বড় তারকা ছাড়াই, তেমন প্রচারণা ছাড়াই এই সিনেমা রাতারাতি ইতিহাস গড়ে দর্শকদের হৃদয় জয় করেছে। ৩০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে এখন এটি আন্তর্জাতিক বাজারে ৫০০ কোটি রুপি অতিক্রমের পথে। কিন্তু এই সিনেমার সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এর ক্লাইম্যাক্স - যা নিয়ে চলছে জোর আলোচনা।
সিনেমার চিত্রনাট্যকার সংকল্প সদানাহ ও রোহন শঙ্কর সম্প্রতি এক সাক্ষাৎকারে মজা করে স্বীকার করেছেন, তারা ক্লাইম্যাক্স নিয়ে যখন হিমশিম খাচ্ছিলেন, তখন চ্যাটজিপিটির সাহায্য নেওয়া হয়েছিল। চিত্রনাট্যকারের সহকারী চেতন নাইডু চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলেন - "মোহিত সুরি হলে কীভাবে এই ছবি শেষ করতেন?" উত্তরে AI প্রস্তাব দিয়েছিল একটি ট্র্যাজিক এন্ডিং, যেখানে নায়ক-নায়িকা দুজনেই মারা যাবে।
যদিও AI-এর প্রস্তাবটি নিছক মজার জন্য নেওয়া হয়েছিল, পরিচালক মোহিত সুরিও প্রাথমিকভাবে ট্র্যাজেডির দিকেই ঝুঁকছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সংকল্পের মাথায় আসে একটি হ্যাপি এন্ডিংয়ের আইডিয়া - যা পরবর্তীতে বলিউডের অন্যতম সেরা রোমান্টিক ক্লাইম্যাক্স হিসেবে ইতিহাসে স্থান পায়।
'সাইয়ারা' ইতিমধ্যেই পাঠানের গ্লোবাল বক্স অফিস রেকর্ড ছাড়ানোর পথে। এই সিনেমা প্রমাণ করেছে যে একটি ভালো গল্প আর আবেগময় উপস্থাপনাই দর্শকদের হৃদয় জয়ের মূল চাবিকাঠি - তা সে AI-এর সাহায্যেই হোক আর মানুষের সৃজনশীলতাই হোক।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.