নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা জুটিকে নিয়ে নির্মিত মোহিত সুরির রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির পর দর্শকমন জয় করেছে। শুধু তাই নয়, ১৯তম দিনেও বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। ২০ দিন শেষে ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় তুলে নিয়েছে এটি। ১৯ দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ৪৯২ কোটি রুপিরও বেশি যা বাংলাদেশে টাকায় ৬০০ কোটি ছাড়িয়েছে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, মুক্তির ১৯তম দিনে ২.৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। এর আগের দিন ২.৩৫ কোটি টাকা সংগ্রহ করে। সেদিনই ভারতে ৩০০
বলিউডের সুপরিচিত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এনডিটিভিকে জানান, ‘বক্স অফিস সব সময়ই অনিশ্চিত, এটাই তো এর সৌন্দর্য।
‘সাইয়ারা’র ক্ষেত্রে সেটা আবার প্রমাণিত হয়েছে। ছবিটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। একঝাঁক নতুন মুখ নিয়ে যে ছবি ৩০০ কোটি টপকাতে পারে, সেটাই তো অবিশ্বাস্য! আমি নিশ্চিত, মুক্তির আগে কেউ ভাবতেও পারেনি যে, এই ছবি চলবে। কিন্তু বক্স অফিস নিজেই সব উত্তর দেয়।’
অনেকে মনে করছেন, সিনেমাটি বক্স অফিসে ৫০০ কোটি রুপি ব্যবসা করবে, কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, হাজার কোটি ছাড়াবে। তবে তরণ তাঁদের সঙ্গে একমত নন। তার ভাষ্যমতে, ‘আমার মনে হয়, ৩০০ কোটিই ছবিটির চূড়ান্ত সীমা। তবে নতুন মুখদের নিয়ে এত দূর যাওয়াটাই বিশাল অর্জন।’
প্রথমটি অজয় দেবগনের ‘সান অফ সার্দার ২’ এবং দ্বিতীয়টি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির ‘ধাড়াক ২’। প্রতিযোগিতা বাড়া সত্ত্বেও বক্স অফিসে আয় ধরে রেখেছে ‘সাইয়ারা’। আর কতদিন ‘সাইয়ারা’ জাদুতে বুদ থাকবে ভারত তা এখনই বলা যাচ্ছে না। তবে অপ্রত্যাশিতভাবে সাইয়ারা যে ম্যাজিক বক্স অফিসে দেখিয়েছে, তা হিন্দি সিনেমার জন্য আশির্বাদ বয়ে এনেছে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.