স্বৈরতন্ত্রের শেকল ভেঙে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নে একঝাঁক তরুণের ডাকে সাড়া দিয়ে ২০২৪ সালের আজকের দিনে (৩ আগস্ট) শহীদ মিনারে সমবেত হয়েছিলেন সব বয়সী, সব শ্রেণি-পেশার লাখো মানুষ।
ঐতিহাসিক সেই দিনের প্রথম বর্ষপূর্তিতে এবার নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বিকাল ৪টার আগ থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন শহীদ মিনার প্রাঙ্গণে। তাদের চোখে সেই লালিত স্বপ্ন - বৈষম্যহীন নতুন বাংলাদেশ। যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তে থাকবে না সহিংসতা; ভিন্ন মত আর পথের সঙ্গে থাকবে শান্তিপূর্ণ সহাবস্থান। ইশতেহারে তারই প্রতিফলন চান তারা।
গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র কায়েমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই বেশিরভাগ আস্থা রাখছেন এনসিপিতে। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, জুলাই পদযাত্রার পর ব্যাপক সাড়া মিলছে জেলায়-উপজেলায়।
জুলাইয়ের চেতনা অক্ষত রেখে নতুন বাংলাদেশের ইশতেহারে স্থান পাবে সমাজের প্রান্তিক মানুষের অধিকার, প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.