লালমনিরহাটে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও স্বৈরাচার ঘরানার কিছু মুক্তিযোদ্ধাকে নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের একটি একতরফা আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী ও সাধারণ মুক্তিযোদ্ধারা।
রোববার (৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ প্রধান।
তিনি বলেন, "জেলায় একটি বৈধ আহ্বায়ক কমিটি থাকলেও তা উপেক্ষা করে আওয়ামী দোসরদের নিয়ে নতুন করে একটি ১১ সদস্যবিশিষ্ট মনগড়া কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এতে জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ও সাধারণ মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করা হয়েছে।"
তিনি আরও জানান, ঘোষিত কমিটির ৯ জন আওয়ামী ঘরানার এবং ১ জন স্বৈরাচারী সরকারের দোসর জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ও বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরও পলাতক নেত্রী শেখ হাসিনার দোসররা মুক্তিযোদ্ধা সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা ও বিভক্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
তাঁরা অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিলের দাবি জানান এবং মুক্তিযোদ্ধা সংগঠনের অভ্যন্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.