লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এদিকে হুথি পরিচালিত টিভি চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, পাল্টা হামলায় মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার উত্তরের আল-আজরাকিন এলাকায় আঘাত হেনেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, হুথি বিদ্রোহীরা ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ নামের মার্কিন বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে।
এক বিবৃতিতে হুথি গোষ্ঠী জানায়, এই হামলা গাজার যুদ্ধবিরতির সময়কালে ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পরিণতি সম্পর্কে লোহিত সাগরে মোতায়েন শত্রু বাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে চালানো হয়েছে।
ডিসেম্বর থেকে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতির পর এটি অষ্টমবারের মতো হুথিদের হামলার দাবি।
হুথির মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি আলজাজিরাকে বলেছেন, যদি রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তারা গাজার সমর্থনে সামরিক অভিযান বন্ধ করবে।
হুথি পরিচালিত আল মাসিরাহ টিভি দাবি করেছে, মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার উত্তরে চারটি হামলা চালিয়েছে। তবে এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য বা মার্কিন পক্ষ থেকে কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হুথি বিদ্রোহীদের দাবি এবং মার্কিন বাহিনীর পাল্টা হামলার অভিযোগের মধ্য দিয়ে লোহিত সাগরে উত্তেজনা বেড়েছে। গাজার যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত এই হামলার সময় এবং দাবি উভয়ই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র করে তুলতে পারে
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.