রংপুরে একটি চোরাই মোটরসাইকেলসহ মোরশেদুল ইসলাম সুমন (২৫) নামে এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকালে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মনিষ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সুমন নগরীর ময়নাকুটির চিলারঝার এলাকার বাসিন্দা দুলাল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই সন্ধ্যায় বেনুঘাট (ধনীটারী) এলাকার বাদশা মিয়ার ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ১ আগস্ট হারাগাছ থানায় একটি চুরির মামলা করেন।
এরপর গোপন তথ্যের ভিত্তিতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযান চালায়। শুক্রবার রাতে রংপুর নগরীর চওড়ারহাট এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ সুমনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি থেকে জানা যায়, সিয়াম (২৫) ও ইনজামাম উল হক (৩১) নামে আরও দুইজন তার সহযোগী ছিলেন।
হারাগাছ থানার এসআই মনিষ সরকার জানান, গ্রেফতারকৃত সুমনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক দুই সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। চুরি হওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাই যানবাহন ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.