আগামী ৩ আগস্টের ছাত্র সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে—এমনটাই জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (৩০ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ঘোষণা দেন।
তিনি বলেন, "আমাদের এই স্থান পরিবর্তন একটি উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। তবে রাজধানীর ব্যস্ত সড়কে এতে যদি কোনো ভোগান্তি তৈরি হয়, তাহলে আমরা আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করছি নগরবাসী বিষয়টির তাৎপর্য ও আমাদের অবস্থানের উদারতাকে বুঝবেন।"
রাকিব জানান, জুন মাসেই কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয় এবং ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অনুমতির আবেদন জানানো হয়। পরে ২৬ জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অনুমতি দেওয়া হয়।
কিন্তু এর কিছুদিন পর জানা যায়, একই দিনে একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও সমাবেশের পরিকল্পনা করেছে। নাগরিক পার্টির নেতারা ব্যক্তিগতভাবে এবং সিনিয়র নেতাদের মাধ্যমেও ছাত্রদলকে অনুরোধ জানান স্থান পরিবর্তনের জন্য।
“সব প্রস্তুতি সম্পন্ন করার পর স্থান পরিবর্তন করা আমাদের জন্য বিব্রতকর ও কষ্টসাধ্য,” বলেন ছাত্রদল সভাপতি। “তবুও আমরা গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী একটি সংগঠন হিসেবে নাগরিক পার্টির অনুরোধকে গুরুত্ব দিয়েছি এবং শাহবাগে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, কর্মদিবসে রাজধানীর জনসাধারণের ভোগান্তি যেন না হয়, সে বিবেচনায়ও স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.