জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততার লক্ষ্যে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কপ–২০২৫’।
সোমবার (২৮ জুলাই) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের সভাপতি খাইরুল ইসলাম।
আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য ও প্রাসঙ্গিক ভূমিকা তুলে ধরেন আয়োজক প্রতিনিধিরা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। তিনি জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র তুলে ধরে তরুণদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
আয়োজনে অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিরা প্রান্তিক জনগোষ্ঠীর নারী, শিশু ও বসবাসরত মানুষের স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত সংকট এবং প্রতিকার বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এস এম ফুয়াদ হাসান,সুশাসনের জন্য নাগরিক -সুজনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাডলা,বৈশাখি টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন।
Brighters ও ActionAid–এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লালমনিরহাট জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন—সবুজ সেবা ফাউন্ডেশন, ঝংকার কালচার সংগঠন, রূপান্তর, অদম্য যুব সংগঠন ও উদয়ন স্বাবলম্বী সংস্থার দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.