জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চকক্ষ (উচ্চপরিষদ) গঠন পদ্ধতি অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ও ভোটারভিত্তিক হতে হবে। তবে এ বিষয়ে রাজনৈতিক মহলে পূর্ণ ঐক্যমত না হওয়ায় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে ৫ আগস্টের আগেই জুলাই সনদ চূড়ান্ত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুর জেলা পরিষদের ডাকবাংলোয় জুলাই আন্দোলনে নিহত ১১ শহীদের পরিবারের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গতকাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষাপটে নেত্রকোনায় বিএনপির প্রতিবাদ কর্মসূচিকে তিনি রাজনৈতিক দলের স্বাভাবিক অধিকার হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য থাকলে তা প্রকাশ্যে আনার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, "শুধু উপদেষ্টা নন, পুলিশ-প্রশাসনসহ অনেকেই নিরপেক্ষ আচরণ করছেন না। জুলাই সনদ কার্যকর হলে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে, তখনই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে।"
বক্তব্য শেষে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা জামালপুর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারী পর্যন্ত এক পদযাত্রা করে। পরে সেখানে এক পথসভায় দলীয় নেতারা বক্তব্য রাখেন।
জুলাই সনদ বাস্তবায়ন ও উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য চলছে। এনসিপি পিআর ও ভোটারভিত্তিক ব্যবস্থার পক্ষে জোরালো অবস্থান রাখলেও অন্যান্য দলের সমর্থন না থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আটকে আছে। আগামী দিনগুলোতে এ নিয়ে আরও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.